জাতীয় সঙ্গীত
সোমবার | ০৮-১২-২০২৫ |
নীলফামারী মডেল কলেজ

গ্রাম: কির্তনীয়াপাড়া, ডাকঘর: পোড়ারহাট, উপজেলা: নীলফামারী সদর, জেলা: নীলফামারী।

স্থাপিতঃ ২০১১ খ্রিঃ
EIIN: 135420 | MPO Code: 202213542031 | College Code: 6514

প্রশাসনিক

প্রতিষ্ঠাতার বাণী
মো: কামরুল ইসলাম

প্রতিষ্ঠাতা

অভিনন্দন ও শুভেচ্ছা। নীলফামারী মডেল কলেজের প্রশাসনিক কার্যক্রম এবং যাবতীয় ব্যবস্থাপনা অটোমেশন প্রক্রিয়ায় সুসম্পন্ন করা হবে। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে অনেক দূর এগিয়ে নিবে।

সভাপতির বাণী
আবু তালেব মো: মোস্তফা

সভাপতি

অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে নীলফামারী মডেল কলেজটি স্থাপিত করার পিছনে বহুমুখী পরিকল্পনা বিদ্যমান। অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ঝরেপড়া রোধকল্পে এবং আর্থিক অস্বচ্ছলতা থাকা সত্ত্বেও মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা যেন উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জনের স্বাদ আস্বাদন করতে পারে এটি অন্যতম একটি উদ্দেশ্য। আশাকরি অত্র অঞ্চলের মানুষের মাঝে আলোকবর্তিকা হিসেবে নীলফামারী মডেল কলেজটি একদিন স্বনামে উদ্ভাসিত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ।

অধ্যক্ষের বাণী
মো: গোলাম মোস্তফা

অধ্যক্ষ

অভিনন্দন ও শুভেচ্ছা...... ‘আলোকিত মানুষ গড়ার’ মানসে নীলফামারী মডেল কলেজ-এর যাত্রার শুরু থেকে আমি সম্পৃক্ত। ‘অন্ন দান দানে কমে, বিদ্যাধন দানে বাড়ে’ এ মন্ত্রকে পুঁজি করে শিক্ষাবান্ধব মনটাকে বৃহৎ পরিসরে তুলে ধরার দূর্বিনীত আকাঙ্খার জন্যই নীলফামারী মডেল কলেজের সাথে আমার সখ্যতা। শেষ পর্যন্ত সব কিছু ছেড়ে প্রাণবন্ত অথচ নির্মোহ এক বাসনায় আমার জীবনের নব যাত্রা... আশা করি সকলকে সঙ্গে নিয়ে আগামীর পথে তরুণ অরুন প্রজন্মকে নিয়ে এগিয়ে যেতে সক্ষম হবো। যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব প্রদান করবে। এ রকম একদল অমিতসম্ভাবনাময় তরুণকে সরাসরি সাহচর্যে রেখে তাদের মানসগঠনে যৎসামান্য অবদান রাখতে পারলেও আমি নিজেকে কৃতার্থ বলে মনে করব। সকলের সহযোগিতা এক্ষেত্রে পরম কাম্য।