আমাদের কথা
সুধি, অভিনন্দন ও শুভেচ্ছা নিবেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নীলফামারী মডেল কলেজের পক্ষ থেকে আপনাদের জানাই অভিবাদন। ঘরে বসে সেবা গ্রহণ কিংবা সেবা প্রদানে ডিজিটাল প্লাটফরম ব্যবহারে আমরাও সামনে থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার নিরিখে অত্র কলেজের শিক্ষার্থীদের এগিয়ে নিতে বদ্ধপরিকর। আশাকরি আপনারা আমাদের সর্বাত্মক সহযোগিতা প্রদানে সক্রিয় থাকবেন।
সংক্ষিপ্ত ইতিহাস
২০১১ সালে নভেম্বর মাসে ডা: মো: কামরুল ইসলাম মহোদয় আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে নীলফামারী মডেল কলেজ প্রতিষ্ঠা করেন।
লক্ষ্য ও উদ্দেশ্য
২০১১ সালে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে নীলফামারী মডেল কলেজ প্রতিষ্ঠা করা হয়। নীলফামারী মডেল কলেজটি নীলফামারী সদর উপজেলার এমপিওভূক্ত কলেজগুলোর মধ্যে অন্যতম। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কলেজটি প্রান্তিক পর্যায়ে ঝরেপড়া এবং পশ্চাৎপদ শিক্ষার্থীদের আলোকিত মানুষ গড়ার ব্রত নিয়ে এগিয়ে চলেছে।